হোম » সারাদেশ » রায়গঞ্জে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ভোধন

রায়গঞ্জে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ভোধন

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা চত্বরে ” স্মার্টফোন আসক্তি, পড়াশোনার ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গবার (২৮ডিসেম্বর) সকাল ১০ টায় রায়গঞ্জ উপজেলা চত্ত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল ।
মেলায় উপজেলার ২৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দুই দিন ব্যাপী এ মেলায় তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে এবং সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করে মেলাটিকে সুসজ্জিত করে। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রসাশন, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন ইমন তালুকদার, :তারিকুল আলম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়গঞ্জ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রধানগন সহ গণমাধ্যমকর্মীরা।
error: Content is protected !!