হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ১৫টিতে নৌকা ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

সিরাজগঞ্জে ১৫টিতে নৌকা ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: চতুর্থ ধাপে শান্ত সুষ্ঠ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।  নির্বাচনে জেলার কামারখন্দে ৪টি, শাহজাদপুরে ১০টি ও চৌহালী উপজেলার ৭টিসহ মোট ২১টি ইউনিয়নের মধ্যে ১৫টিতে আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
এছাড়া ৬টি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম আব্দুল রহিম, শাহজাদপুর উপজেলা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও চৌহালী উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  কামারখন্দ উপজেলার ৪টি ইউনিয়নে ৪টিতেই নৌকা মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন, ১নং ভদ্রঘাট ইউনিয়নে আব্দুল মালেক খাঁন, ২নং ঝাঐল ইউনিয়নে আলতাফ হোসেন ঠান্ডু, ৩নং জামতৈল ইউনিয়নে মকবুল হোসেন, ৪নং রায়দৌলতপুর ইউনিয়নে আব্দুর রশিদ আকন্দ, শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নে ৭টিতে আওয়ামীলীগ মনোনীত ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

এরা হলেন, আওয়ামীলীগ মনোনীত গাড়াদহ ইউনিয়নের সাইফুল ইসলাম, রূপবাটি ইউনিয়নে আব্দুল মজিদ মন্ডল, পোতাজিয়া ইউনিয়নে আলমগীর জাহান বাচ্চু, গালা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, খুকনী ইউনিয়নে মুল্লুক চাঁন, জালালপুর ইউনিয়নে হাজী সুলতান মাহমুদ, নরিনা ইউনিয়নে শামীম হোসেন, বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, কায়েমপুর ইউনিয়ননে জিয়াউল আলম ঝুনু, কৈজুরী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ও বেলতৈল ইউনিয়নে রফিকুল ইসলাম, চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে ৪টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

এরা হলেন, আওয়ামীলীগ মনোনীত সদিয়া চাঁদপুর ইউনিয়নে জাহাঙ্গীর জাহিদ, স্থল ইউনিয়নে নজরুল ইসলাম, খাসকাউলিয়া ইউনিয়নে আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউনিয়নে কালাম মোল্লা, স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন, ঘোরজান ইউনিয়নে রমজান আলী, খাসপুকুরিয়া ইউনিয়নে মিজান বাবলু এবং উমারপুর ইউনিয়নে আব্দুল মতিন মন্ডল। তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তারা। এ ছাড়া দু-একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।

error: Content is protected !!