হোম » সারাদেশ » সিরাজগঞ্জে স্বাচিপ’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জে স্বাচিপ’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  শুক্রবার  (২৪ ডিসেম্বর) সকাল ৯ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল চত্বরে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দেশ জাতির কল্যাণে মোনাজাত  ও বেলুন ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বাচিপ’র প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শস্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল হাসপাতালে চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে একই স্থান এসে শেষ হয়। র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ ওয়ালিউল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম হীরা এর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের  জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের  সভাপতি  হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা  বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, বিএমএ’র সভাপতি জহুরুল ইসলাম রাজা প্রমূখ।
এসময় তত্বাবধায়ক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, স্বাচিপ সহ-সভাপিত ডাঃ আকরামুজ্জামান, ডাঃ আমিনুল ইসলাম সেখ, কোষাধ্যক ডাঃ মাহবুবুল আলম ফারুকসহ স্বাস্থ্য সংশ্লীষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!