হোম » সারাদেশ » রায়গঞ্জে তিনদিন ব্যাপী সিরাত মাহফিলের আজ তৃতীয় দিন আগামিকাল আখেরি মোনাজাত

রায়গঞ্জে তিনদিন ব্যাপী সিরাত মাহফিলের আজ তৃতীয় দিন আগামিকাল আখেরি মোনাজাত

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্দ্যোগে গত বুধবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী সিরাতুন্নী ও দোয়া মাহফিল। এখানে দেশ বরেন্যো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামায়ে মাশায়েকগণ ধারাবাহিক ভাবে ওয়াজ পেশ করছেন। প্রতিদিন হাজার হাজার মুসল্লীগণ ওয়াজ শোনার জন্য মাফিলে অংশ গ্রহণ করছেন। আবার অনেকেই তিনদিনের জন্য মুসাফির হয়েও মাহফিলে অংশগ্রহণ করে থাকেন। দুরের মুসল্লীদের জন্য রয়েছে বিভিন্ন দোকান পাটও। এছাড়াও রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যাবস্হাও। আজ শুক্রবার সারাত আম- বয়ানের মধ্যো দিয়ে আগামিকাল শনিবার  ফজরের নামাজের শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল।

Loading

error: Content is protected !!