হোম » সারাদেশ » বাসাইলে ইউপি নির্বাচনে ২৩৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

বাসাইলে ইউপি নির্বাচনে ২৩৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৪ টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার( ২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে নির্বাচনী  প্রতীক বরাদ্দ করেন । এ সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় ।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রাকিব খান শাহিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মামুন অর রশিদ (আনারস), শামিম আল মামুন (চশমা) ,এবিএম মাসুদুল আলম বিপ্লব (মটর সাইকেল), আব্দুস সামাদ ফারুক (টেলিফোন) ,আমিনুল রহমান খান বাবু (অটোরিক্সা), আমিনুল ইসলাম বাচ্চু (ঘোড়া)।

হাবলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম (নৌকা), তরিকুল ইসলাম রতন (মটর সাইকেল), নিজামুল ইসলাম রুপন (আনারস), ইয়াসিন আলী (ঘোড়া), আবু তাহের (চশমা)। ফুলকি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করিম তালুকদার (নৌকা),  বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল (মটর সাইকেল), শামসুল আলম বিজু (আনারস), মনিরুজ্জামান মিয়া (অটোরিক্সা), আতিকুর রহমান লোটন (হাতপাখা), ইসহাক আলী (চশমা), ইহতেম হায়দার শাহাবুদ্দিন(ঘোড়া)।

কাউলজানী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত  প্রার্থী আতাউল গণি হাবিব (নৌকা), স্বতন্ত্র প্রাথী আবু বক্কর সিদ্দিকী (আনারস), মাসুদ খান (মটর সাইকেল), আনিছুর রহমান (চশমা) প্রতীক পেয়েছেন। চারটি ইউনিয়নে ২৩ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ সদস্যপদে ১৫৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৫২ জনের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় জানান, উপজেলার ৪ টি ইউনিয়নে বৈধ ২৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণ সংযোগ চালাতে পারবেন । যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।

উল্লেখ্য আগামী ৫ জানুয়ারী উপজেলার ৪ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন । এ নির্বাচনে ৯৫ হাজার ৫৫০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

error: Content is protected !!