হোম » সারাদেশ » বাসাইলে ইউপি নির্বাচনে ৮ চেয়ারম্যানসহ ১৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বাসাইলে ইউপি নির্বাচনে ৮ চেয়ারম্যানসহ ১৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে পঞ্চম ধাপের ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন পদে ১৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার (১৯ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয়ে হাজির হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তারা প্রত্যাহারপত্র জমা দেন।

জানা যায়, প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৮ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। কাঞ্চনপুর ইউপিতে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম প্রার্থীতা প্রত্যাহার করেন। হাবলা ইউপিতে চেয়ারম্যান পদে ১ জন ও সাধারন সদস্য পদে ৫ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে বজলুর রহমান ও সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ৬ নং ওয়ার্ডে সিদ্দিকুর রহমান, রাসেল মিয়া, জাহাঙ্গীর আলম ও ৪ নং ওয়ার্ডে কায়সার আলী মিয়া।

ফুলকি ইউপিতে চেয়ারম্যান পদে ২ জন ও সাধারন সদস্য পদে ৩ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে শাহিন তালুকদার ও দেওয়ান জহিরুল ইসলাম এবং সাধারণ সদস্য পদে ৮ নং ওয়ার্ডে রনি সিকদার, মোহম্মদ হানিফ, ৯ নং ওয়ার্ডে হারুন অর রশিদ প্রার্থীতা প্রত্যাহার করেন। কাউলজানী ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীতা প্রত্যাহার করেন। তারা হলেন আব্দুল মালেক মিয়া, মোহাম্মদ শাহআলম মিয়া, ছাদেক আলী ভূইয়া, কামরুল হাসান। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আবু হানিফ মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যানপদে ৮ জন ও সাধারন সদস্য পদে ৮ জনসহ মোট ১৬ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ৪ টি ইউনিয়নে আজ ২০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৫ জানুয়ারি এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!