হোম » সারাদেশ » নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে  জামালপুরে মৎস্যজীবী দলের লিফলেট বিতরণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে  জামালপুরে মৎস্যজীবী দলের লিফলেট বিতরণ

রবিউল হাসান লায়নঃ ডিজেল, পেট্টোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে লিফলেট বিতরণ করেছে জেলা মৎস্যজীবী দল। সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।
লিফলেট বিতরণের উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। পরে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের পাশে দোকানগুলো ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। এ সময় শহরের রাণীগঞ্জ বাজার (বড় বাজার) এলাকায় গিয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করে।
লিফলেট বিতরণ কার্যক্রমে জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান,
সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাহেব আলী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা, উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অংশ নেয়।  এ সময় বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, জনগণের ক্রয়ক্ষমতা না বাড়লেও ডিজেল, পেট্টোলের মূল্য বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সারাদেশে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনস্বার্থে ডিজেল, পেট্রোলের দাম কমানোসহ সকল প্রকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
error: Content is protected !!