হোম » সারাদেশ » ফেনীর পুলিশ যেমন চাই “চিত্রান্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

ফেনীর পুলিশ যেমন চাই “চিত্রান্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনীর দাগনভূঞা থানার আয়োজনে “ফেনীর পুলিশ যেমন চাই ” চিত্রাংন্কন ও রচনা প্রতিযোগীতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে গত ৩০ নভেম্বর মঙ্গলবার সকালে। ফেনী অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা’র ব্যতিক্রম এ আয়োজনে শিশুদের পুলিশের প্রতি মনোভাব  ও দায়িত্বপালনে অভূতপূর্ব কর্মকান্ড তুলে ধরেন এ প্রতিযোগীতায়। এতে পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে গভীর ভালবাসা ও সন্মানবোধ পরিলক্ষিত হয়। দাগনভূঞা থানা চত্বরে সুন্দর ও মনোরম পরিবেশ সাজিয়ে ক্ষুদে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ, ওসি তদন্ত পার্থ প্রতিম দেবসহ সংশ্লিষ্ট অফিসারগনও সদস্যবৃন্দ। অংশগ্রহনকারিদের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরণের পচন্দনীয় খাবার।
এমন ব্যতিক্রম ও শিক্ষনীয় পদক্ষেপকে ধন্যবাদ জানান শিক্ষার্থীদের অভিভাবকগন। ফেনী অতিরিক্ত পুলিশ সুপার অংশগ্রহনকারি ও অভিভাবকদের প্রতিক্রিয়া এবং শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করেন। এ সময় তিনি দাগনভূঞা থানা ও প্রতিযোগীতায় অংশগ্রহনকারিদের ভূয়সী প্রশংসা করেন। এতে ২০ জন শিক্ষার্থী চিত্রান্কনে ও ৭২ জন রচনা  প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। রচনা প্রতিযোগিতার দুই ক্যাটাগরিতে মোট ৭২ জন অংশগ্রহণ করেন। মাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম হয় দাগনভূঞা একাডেমির মশিউর রহমান আবিদ, দ্বিতীয় হয় নুসরাত জাহান নিথি,৩য় ফারিয়া তাবাসসুম। উচ্চ মাধ্যমিকে প্রথম আফরোজা আক্তার রিতু,২য় শুকদেব দাস ও নাহিদা আক্তার ৩য় স্থান অধিকার করে। এদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় নাফিসা আনজুম, যৌথভাবে ২য় হয় আবদুল্লাহ আল মোনায়েম ও অংকিতা পাল এবং ৩য় হন মোহন চন্দ্র কুরী।
error: Content is protected !!