হোম » সারাদেশ » হাতীবান্ধার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

হাতীবান্ধার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

মোঃ মাসুদ রানা রাশেদ: আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ পর্বে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে দিন-রাত বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ ও স্বতন্ত্র চেয়ারম্যান, সদস্য, সদস্যা পদের প্রার্থীরা পাড়া-মহল্লার নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

হাতীবান্ধা উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৮জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড়খাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড়খাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আবু হেনা মোস্তফা কামাল সোহেল (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিবুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র আঃ হাই, শ্যামলী আক্তার বানু, সজল হোসেন, মেহেদী হাসান বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গড্ডিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক (নৌকা), স্বতন্ত্র আকতার হোসেন খন্দকার, সামছুল হুদা বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনোয়ার হোসেন (নৌকা), স্বতন্ত্র রাশেল বাবু, মমিনুল ইসলাম, রাবেয়া খাতুন, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আলা উদ্দিন, এমজি মোস্তফা, রেহেনা খাতুন বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টংভাংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টংভাংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সেলিম হোসেন (নৌকা), জাতীয় পার্টির সামসুজ্জামান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন (হাতপাখা), স্বতন্ত্র হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, আতিয়ার রহমান, শেফালী আক্তার বানু বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সির্ন্দুণা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সির্ন্দুণা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের নুরুজ্জামান (নৌকা), জাতীয় পার্টির তৌহিদ হাসান খাঁন (লাঙ্গল), স্বতন্ত্র খতিব উদ্দিন, নূরল আমিন বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মজিবুল আলম (নৌকা), স্বতন্ত্র সফিয়ার রহমান, শাহানা ফেরদৌস, রেদওয়ান আহম্মেদ, খলিলুর রহমান বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মশিউর রহমান (নৌকা), জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ নওশাদ (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র রেজ্জাকুল ইসলাম, হামিদুল ইসলাম, দেলওয়ার রহমান, ছাইয়াকুল ইসলাম, তাজিবুল ইসলাম, আসাদুজ্জামান, কামরুজ্জামান মাসুদ বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওদাবাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নওদাবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের এ কে এম ফজলুল হক (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আলম (হাতপাখা), স্বতন্ত্র আনোয়ার হোসেন, বিশ্বনাথ রায়, আজগার আলী, রতন চক্রবর্তী, বন বীর মিত্র বসুনিয়া, আব্দুল হাকিম বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোতামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোতামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মোজাম্মেল হক (নৌকা), জাতীয় পার্টির আতিয়ার রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলাল হোসেন (হাতপাখা), স্বতন্ত্র মোনাঝেরুল হক, আফতাব উদ জামান, আব্দুল জলিল, শাহিনুর ইসলাম, শফিকুল ইসলাম বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের শফিকুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির মশিউর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহাঙ্গীর আলম মন্ডল (হাতপাখা), স্বতন্ত্র ঈমান আলী, নুরুজ্জামান, মহির উদ্দিন, আব্দুস সাত্তার, ইবনে ওহাব আল মাহমুদ, মনছুর হেল্লাল, ইলিয়াছ তালুকদার, ফাতেমানুর জোহরা, আনছার আলী, মোফাজ্জল হোসেন মোফা বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সানিয়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সানিয়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আবুল হাসেম তালুকদার (নৌকা), জাতীয় পার্টির আকবর হোসেন (লাঙ্গল), জাসদের হাসান আলী (মশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের জসির উদ্দিন (হাতপাখা), স্বতন্ত্র সোহেল তালুকদার, আবুল কালাম, এনায়েত উল্লাহ, ইব্রাহীম খলিল, আব্দুল গফুর বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের নুরল ইসলাম (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু সাঈদ (হাতপাখা), স্বতন্ত্র আজিজার রহমান, ফজলার রহমান খোকন, আনজুমান আরা, খায়রুজ্জামান বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

error: Content is protected !!