হোম » সারাদেশ » রায়গঞ্জে বিনামূল্যে হাইব্রিড, উফশী ধান বীজ ও সার বিতরণ

রায়গঞ্জে বিনামূল্যে হাইব্রিড, উফশী ধান বীজ ও সার বিতরণ

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচী আওতায় রবি/২০২১-২২ মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড, উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়। গতকাল রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে “মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দুর্বার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড ইমরুল হোসেন তালুকদার ইমন। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাচ্চু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মমিনুল ইসলাম,  উসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌর সভার ২২ শত কৃষককে ৫ কেজি করে উফশী ধানের বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়েছে। অন্যদিকে বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌর সভার ৯ হাজার কৃষককে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।

error: Content is protected !!