হোম » সারাদেশ » ভৈরবে আইভি রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধন

ভৈরবে আইভি রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধন

এম আর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবেশহীদ আইভি রহমান পৌর ষ্টেডিয়ামে  ২২নভেম্বর বিকালে ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধন করা হয়েছে। এতে স্বগতিক দল হিসেবে প্রথম খেলায় অংশ গ্রহণ করে আইভি রহমান স্মৃতি সংসদ ভৈরব বনাম বি.বাড়িয়া প্রভাতি সংঘ।উক্ত খেলায় কেন গোল না হওয়ায় ট্রাইবেকারে বিবাড়ীয়া প্রভাতি সংঘ ২-৩ গোলেজয়ী লাভ করে। একাদশ ফুটবল টিম। উক্ত টুর্ণামেন্টে কিশোরগঞ্জ, নরসিংদী, বি.বাড়িয়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন ফুটবল দল অংশ গ্রহন করে।টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করবে।নক আউট পদ্ধতিতে টুর্ণামেন্টটি পরি চালিত হবে।
প্রথম ধাপে ৮ টি দল বিজয়ী হবে। ২য় ধাপে ৮ টি দল থেকে আবার ৪ টি দল বিজয়ী হলে তাদেরমধ্য কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরে আবার বিজয়ীদে র মাঝে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তরপর শেষ ধাপে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌরসভার ইফতেখার হোসেন বেনু, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ  পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাক্কি বিল্লাহ জেলা পরিষদেরপ্যানেল চেয়ারম্যান  মীর্জাসুলায়মান , প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব মোল্লা সাখাওয়ত প্রমুখ।

Loading

error: Content is protected !!