হোম » সারাদেশ » রায়গঞ্জের তাঁত মালিকদের সরকারি আর্থিক সহায়তা কামনা

রায়গঞ্জের তাঁত মালিকদের সরকারি আর্থিক সহায়তা কামনা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তাঁত শিল্পের বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধিতে তাঁত মালিকরা পড়েছেন মহা বিপাকে। এতে লোকসানের মুখে তাদের খারখানাগুলো প্রায় বন্ধের পথে। ইতিমধ্যে অনেকেই কারখানাগুলো বন্ধ করেও দিয়েছেন। এতে করে বেকার হয়ে পড়েছেন অধিকাংশ তাঁত শ্রমিক। প্রতি বছর ঈদ মৌসুম সামনে রেখে উপজেলার তাঁত পল্লীগুলো গামছা, লুঙ্গি ও শাড়ী তৈরিতে সরগরম হয়ে ওঠে। কিন্তু এবার কঠোর লকডাউনে হাটবাজার বন্ধ থাকায় তাঁত পল্লীর সেই ব্যস্ততা তেমন আর নেই। কিছু কিছু তাঁত কারখানা গুলো চালু থাকলেও চলছে ঝিমে ঝিমে।

সেই সঙ্গে দফায় দফায় সুতা রঙ্গসহ তাঁত শিল্পে ব্যবহ্রত সরন্জামের দাম বৃদ্ধিতে ক্রমাগত লোকসান গুনতে হচ্ছে তাঁত মালিকদের। আগে বাড়ি বাড়ি এসে পাইকাররা গামছা, শাড়ী, লুঙ্গি নিয়ে গেলেও এখন আর আসেন না বাড়ি বাড়ি। চাহিদাও তেমন নেই বললেই চলে। এতে করে সময় মতো তাদের উৎপাদিত শাড়ি, লুঙ্গী, গামছা বিক্রি করতে না বিপাকে তাঁত মালিকরা। তাঁত মালিকরা জানান, আমাদের এ শিল্প বন্ধের দিকে। বারবার খতিগ্রস্হ হলেও কোনো সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ করেন তাঁত মালিকরা। এ শিল্পকে বাঁচাতে হলে প্রণোদনাসহ সরকারি পৃস্ঠপোষকাতা আশা প্রকাশ করেন উপজেলার তাঁত মালিকরা।

error: Content is protected !!