হোম » সারাদেশ » বগুড়ার কাহালুতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের   মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

বগুড়ার কাহালুতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের   মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:  বুধবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে রবি মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২ হাজার ৪’শ ৯০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  উক্ত বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, রাকিব হাসান, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, জাহেদুর রহমান (জাহিদ), উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারি অফিসার মাসুদ রান, কাহালু মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহবুবুল আলমা সহ উপ-সহকারি অফিসারবৃন্দ ও প্রান্তিক কৃষকবৃন্দ। উল্লেখ্য যে, ৩’শ জন প্রান্তিক কৃষককে গম,  ৫’শ জন প্রান্তিক কৃষককে ভুট্রা, ১ হাজার ৫’শ ২০ জন প্রান্তিক কৃষককে সরিষা, ৫০ জন প্রান্তিক কৃষককে সূর্যমূখী, ৪০ জন প্রান্তিক কৃষককে পেঁয়াজ, ৪০ জন প্রান্তিক কৃষককে মুগ ডাল ও ৪০ জন প্রান্তিক কৃষককে মসুর ডালের বীজ ও সার দেয়া হয়েছে।
error: Content is protected !!