হোম » সারাদেশ » ডোমারে নব-নির্বাচিত পৌর মেয়রের ব্যাক্তিগত অর্থায়নে কাচাঁবাজার জামে মসজিদ পুননির্মানের প্রতিশুরুতি দিলেন

ডোমারে নব-নির্বাচিত পৌর মেয়রের ব্যাক্তিগত অর্থায়নে কাচাঁবাজার জামে মসজিদ পুননির্মানের প্রতিশুরুতি দিলেন

মো:রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ডোমার পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, আগামি ২-৩ মাসে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে কাচাঁবাজারের মসজিদ পূর্ননির্মান, কাঁচাবাজারকে মডেল হিসেবে তৈরী করা, টোল মুক্ত হাট এবং উর্ধতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতা নিয়ে ডোমারে ডায়াবেটিক হাসপাতাল নির্মান করা হবে।

ডোমার কাচাঁবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে শনিবার (১৩নভেম্বর) রাত ৮ ঘটিকায় পৌরসভার নব-নর্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণের সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত পৌর মেয়র এসব প্রতিশুরুতি দেন। কাচাঁবাজার ব্যবসায়ী সমিতির সভাপতিত্বে মোঃ এন্তাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব- নির্বাচিত ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সেলিম রেজা, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান জুয়েল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সামছুল আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রুবেল ইসলাম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কাওছার আলম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনারুল হক, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, ৪,৫,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা বেগম ৬,৭,৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উম্মে কুলসুম।

বক্তারা ডোমার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয়পার্টির ডোমার উপজেলা সভাপতি মরহুম আনজারুল ইসলামের কথা স্মরন করে ডোমার কাঁচাবাজারে তার সকল অবদানের প্রশংসা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি নূর আলম, সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি,

সহ সাধারন সম্পাদক মোঃ রবিয়াল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নেয়ামুল হক, কোষাধ্যক্ষ মোঃ আজাহারুল ইসলাম, দপ্তর সম্পাদক আঃ মজিদ, প্রচার সম্পাদক হামিদুল ইসলাম সহ কমিটির ৫ জন নির্বাহী সদস্য এবং কাঁচাবাজারের সকল ব্যবসায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ হোসাইনী।

error: Content is protected !!