হোম » সারাদেশ » জামালগঞ্জে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান সম্পন্ন করলো জেলা তথ্য অফিস

জামালগঞ্জে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান সম্পন্ন করলো জেলা তথ্য অফিস

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ৩রা নভেম্বর বুধবার সকালে জামালগঞ্জ উপজেলার ভীমখালি উচ্চ বিদ্যালয়ে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। ভীমখালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিনিধি মোঃ শামসুল হক এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক (রু: দা:) মোঃ আব্দুছ ছাত্তার এর সঞ্চালনায় উপস্থিত শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের উপর গল্প শুনান বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসাদ উল্লাহ সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভীমখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। আলোচনা সভায় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক (রু: দা:) মোঃ আব্দুছ ছাত্তার বলেন,আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষ শিকড়ে আরোহন করতে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে ধারন করতে এবং সবার মাঝে উপস্থাপন করতেই তথ্য অফিস তার প্রচারণা অব্যাহত রেখেছে। মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন বলেন,মুক্তিযুদ্ধে জামালগঞ্জের ছাত্র যুবকদের ভূমিকা ছিল অপরিসীম। যারা সুরমা নদীতে লঞ্চযোগে যাতায়াতকালে নদীর উভয়তীরে প্রতিরোধের দূর্গ গড়ে তোলে পাকবাহিনীকে প্রতিহত করেন।

error: Content is protected !!