হোম » সারাদেশ » রায়গঞ্জের হাটপাঙ্গাসী ফজলের মোড় থেকে বাইপাস সড়ক নির্মানের দাবী এ পথের হাজারো জনতার

রায়গঞ্জের হাটপাঙ্গাসী ফজলের মোড় থেকে বাইপাস সড়ক নির্মানের দাবী এ পথের হাজারো জনতার

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী ফজল মোড় থেকে মিরের দেউলমূড়া হয়ে চকনুর চৌরাস্তা পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করা অতি জরুরি হয়ে পড়েছে। বলা যায়, উত্তর বঙ্গের দ্বিতীয় বৃহত্তর প্রবেশপথ সিরাজগঞ্জের কাঠের পুল থেকে হাট পাঙ্গাসী বাজার হয়ে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড টু চান্দাইকোনার পূর্বে গদাইপুর নামক স্হানে বগুড়া মহা সড়কে সংযুক্ত হয়েছে এই আন্চলিক মহাসড়কটি। যাহা পুড়াতন সিরাজগঞ্জ টু বগুড়া সড়ক নামে পরিচিত।
এই রাস্তা দিয়ে দিনরাত চঁব্বিশ ঘন্টা দুরপাল্লার বাস ট্রাক সহ শত শত যানবাহন চলাচল করে থাকে। এই জনগুরুত্বপূর্ন সড়কটি দুই লেনে উন্নতি করা সহ সংস্কার করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এমতাবস্হায় হাটপাঙ্গাসী ফজল মোড় থেকে মিরের দেউলমূড়া ছয়আনী ব্রিজ হয়ে চকনুর চৌরাস্তা পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করার জন্য সংশ্লিস্ট কর্তৃপখ্যের নিকট জোড় দাবী  জানিয়েন  এ পথের হাজারো জনসাধারণ।
error: Content is protected !!