হোম » সারাদেশ » পাটগ্রামে শিক্ষার্থীদের মাঝে র‌্যাবের মাদক ও জঙ্গিবিরোধী প্রচারণা

পাটগ্রামে শিক্ষার্থীদের মাঝে র‌্যাবের মাদক ও জঙ্গিবিরোধী প্রচারণা

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের শিক্ষার্থীদের মাঝে রংপুর র‌্যাব-১৩ মাদক ও জঙ্গিবিরোধী প্রচারণা এবং প্রেষণা প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের অধ্যক্ষ (ভার.) হাবিবুর রহমান। কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক ও জঙ্গিবিরোধী আলোচনা করেন- রংপুর র‌্যাব- ১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।
কর্মশালায় রংপুর র‌্যাব- ১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস (এস), বিএন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘মাদক ও জঙ্গি নির্মূলে সরকার এবং র‌্যাব দৃঢ় প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন প্রশংসনীয় ভূমিকা রাখছে। এসময় তিনি শিক্ষার্থীদেরকে সকল ধরণের মাদক থেকে দূরে থাকার আহ্বান করেন।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী এ.টি.এম ইফতেখার হোসেন মাসুদ, পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এমরান আহম্মেদ। কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য দেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আতিকুর রহমান ও বাংলা বিভাগের প্রভাষক তহিজার রহমান প্রমূখ। কর্মশালায় কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!