হোম » সারাদেশ » রায়গঞ্জের ঝুকিপূর্ন ব্রিজটি সংস্কার চান এলাকাবাসী

রায়গঞ্জের ঝুকিপূর্ন ব্রিজটি সংস্কার চান এলাকাবাসী

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের চকঁনূর চারমাথা গোতগাঁতী সড়কে একটি ক্ষতিগ্রস্ত ব্রিজের কারণে উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করছে। যে কোন সময় ব্রিজটি ভেঙে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। জানা যায়, রায়গঞ্জ উপজেলার আন্চলিক মহাসড়কের চকঁনূর চারমাথা গোতঁগাতী  সড়কে ওই ব্রিজ দিয়ে আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।
দীর্ঘদিন সংস্কারের অভাবে জীবনের ঝুকি নিয়েই চলাচল করছে অত্র এলাকার হাজারো মানুষ। ওই ব্রিজ দিয়ে অটো  ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা সহ ছোট-বড় যানবাহন দিনরাত চলাচল করে থাকে। ব্রিজটির দু’ পাশের দু’ টি পাখা ভেঙে কিছু অংশে রড ঝুলে রয়েছে। ভাঙা অংশটি অরক্ষিত থাকায় ঝুঁকি আরও বেড়েছে। পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম জানান, পাঙ্গাসী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্যে আমি কাজ করে যাচ্ছি, অনেক রাস্তাঘাট, ব্রিজ কাল্ভার্ট নির্মাণ করেছি, সামাণ্য কিছু কাজ বাকি রয়েছে, আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের পুনরায় দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের অসাপ্ত কাজ গুলো সমাপ্ত করা হবে।
error: Content is protected !!