হোম » সারাদেশ » প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাসাইলে গণটিকা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাসাইলে গণটিকা

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে করোনার বিশেষ গণটিকা কার্যক্রমের আওতায় সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলার বাসাইলে চলেছে গণটিকা কার্যক্রম। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে প্রতিটি কেন্দ্রেই শত শত টিকা প্রত্যাশী দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা নিতে দেখা গেছে। সকাল থেকে শুরু হয়ে এই টিকাদান কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ গণটিকা কার্যক্রমে টিকা নিতে পেরে খুশি টিকা গ্রহনকারীরা। সেই সাথে টিকা গ্রহনকারীরা প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান ও তার র্দীঘায়ু কামনা করেন। বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শনকালে টিকা প্রার্থীদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের অনন্য এই ব্যবস্থা।টিকা গ্রহণের মধ্য দিয়ে আমরা কোভিড-১৯ প্রতিরোধে সক্ষম হবো বলেও তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজুর রহমান বলেন, উপজেলার ৬ টি ইউনিয়নের ১২ টি কেন্দ্রে সকাল থেকে লাইনে দাড়িয়ে স্বত:ফুর্তভাবে প্রায় ৮ হাজার টিকা নিয়েছেন টিকা গ্রহণকারীরা।

error: Content is protected !!