হোম » সারাদেশ » ডোমারে শর্ট সার্কিট আগুনে পুড়ে গেল ৭টি বসত বাড়িঘর

ডোমারে শর্ট সার্কিট আগুনে পুড়ে গেল ৭টি বসত বাড়িঘর

মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর ডোমারে শর্ট সার্কিট আগুনে পুড়ে গেল ৭টি পরিবারের বসত বাড়িঘর। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর পাঁচ ঘটিকার সময় অটো চার্জারে চার্চ দেওয়া শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সুত্রপাত বলে আনুমানিক ধারণা এলাকা বাসীর। ঘটনাটি ডোমার উপজেলা হরিনচড়া ইউনিয়নের হরিনচড়া গ্রামের ১ নং ওয়ার্ড জুম্মা পাড়া এলাকায় ঘটে। ডোমার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইয়েদ মোঃ ইমরান জানান আমরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ৭টি পড়িবারের ৮ লক্ষ্য টাকা ক্ষতিসাধন হয়। সেখানে ১ টি অটো চার্জার গাড়ী ,২ টি ভরন গাভী, ১ টি ফ্রীজ,নগদে ১লক্ষ্য টাকা,

ঘর সহ বিভিনন্ন মালা মাল পুরে ভস্মিভুত হয়। ক্ষতি গ্রস্থ ব্যাক্তিরা হলেন, মৃত নমির উদ্দিনের ছেলে,আব্দুর রহমান,এয়াকুব আলীর ছেলে আহসান হাবিব ও মেয়ে মাবিয়া বেগম। কুমির উদ্দিনের ছেলে,আব্দুল মান্নান ও ইয়াকুব আলী। আজিজার রহমানের ছেলে,সামিউল ইসলাম শাহজাহান ও মোনাব্বীর হোসেন। পরিবার গুলো বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।হরিনচড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃরাসেল রানা ক্ষতি গ্রস্থ পরিবারদের মাঝে নিজ তহবিল থেকে নগদে এক হাজার টাকা শুকনো খাবার,ও বন্ধু সংগঠন নামে একটি
সেচ্ছাসেবী সংগঠন শ্বাড়ী লুঙ্গী কাপড় বিতরন করে। ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম পুড়ে যাওয়া বাড়ী ও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়টি নিশ্চিত করেন।

error: Content is protected !!