হোম » সারাদেশ » ফেনীর সোনাগাজী পৌরসভার ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে আজ

ফেনীর সোনাগাজী পৌরসভার ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে আজ

মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনীর সোনাগাজী পৌরসভার ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে আজ। নাশতা ও অপ্রীতিকর ঘটনা ঠৈকাতে মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ প্রশাসন। শনিবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জানা যায়, সোনাগাজী পৌরসভার ভোটার সংখ্যা ১৫ হাজার ৯ শ ৮৫ জন। পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ১ শ ২৭ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৮ শত ৮৫ জন। ৯ কেন্দ্রে বুথ ৫১ টি। শনিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পযন্ত সোনাগাজী পৌর এলাকার মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এদিকে সোনাগাজী পৌরসভা ৯ টি ওয়াডে সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে ভোটগ্রহনের লক্ষ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার খালেদ হোসেন জানান, সোনাগাজীতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে শনিবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। সোনাগাজী প্রবেশ পথে ৫ টি চেকপোষ্ট বসনো হবে। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের লক্ষ্যে পুলিশ প্রশাসন পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
error: Content is protected !!