হোম » সারাদেশ » রায়গঞ্জে আখের গুড় সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন আখ চাষিরা

রায়গঞ্জে আখের গুড় সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন আখ চাষিরা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জে আখ চাষে বাম্পার ফলনে ভাগ্য পরিবর্তন হয়েছে আখ চাষিদের।গত বছরের মতো এবারও আবহাওয়া অনুকূলে থাকায় নিয়মিত পরিচর্যার ফলে অন্যান্য বছরের তুলনায় খরচ একটু কম হওয়ায় আখ চাষিদের মুখে হাসি ফুটেছে। বলা যায় আখ বাংলাদেশের অন্যতম  একটি অর্থকরী ফসল। চিনি ও গুড় তৈরির অন্যতম কাঁচামাল হলো আখ।

আখেড় পাতা ও ছোলা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর তাছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে অটোভ্যানে করে পিস হিসেবে বিক্রি করে সংসার চালাচ্ছেন অনেকেই।প্রতি পিচ আখ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৭ থেকে ১০ টাকা করে। সত্যিকার অর্থে বিগত কয়েক বছর আখেড় দাম ভাল হওয়ায় আখ চাষিরা অনেক খুশি। এদিকে উপজেলার নিজামগাতী গ্রামের আব্দুল হাই বলেন,এভাবে আখেড় বাজার থাকলে আগামিতে আরও কয়েক শত বেশি জমি আখ চাষের জন্য উপযোগী করে তোলা হবে।

error: Content is protected !!