হোম » সারাদেশ » ৫৪৩ দিন পর খুললো শ্রেণীকক্ষের দ্বার

৫৪৩ দিন পর খুললো শ্রেণীকক্ষের দ্বার

রবিউল হাসান লায়ন: দীর্ঘ ৫৪৩ দিন পর শ্রেণিকক্ষের দ্বার খুলল আজ । করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ থেকে। শারীরিক উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করার নির্দেশনা ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে। শ্রেণি কার্যক্রম প্রস্তুতি ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করতে সাজানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষ।
সারাদেশের মত স্বাস্থ্যবিধি মেনে জামালপুরেও সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর ক্লাশে আসতে পেরে শিক্ষার্থীরাও আনন্দিত। স্কুল-কলেজ খুলে দেওয়ায় অবিভাবকরাও স্বস্তিবোধ করছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে এবং ক্লাসরুম গুলোতে মানা হচ্ছে সামাজিক দুরত্ব। জামালপুর শিক্ষা কর্মকর্তাদের তথ্য মতে, জামালপুরে ১হাজার ১শ ৬১ টি প্রাথমিক স্কুল ও ৫শ ৯১ টি মাধ্যমিক স্কুল , কলেজ ও মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম একযোগে শুরু হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকে প্রতিদিন সর্বোচ্চ দুইটি শ্রেণির পাঠদান অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী একটি রুটিনও প্রণয়ন করা হয়েছে। রুটিন অনুযায়ী, আজ রবিবার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সঙ্গে তৃতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। তবে বিষয়টি না জেনে অনেক অন্য শ্রেণির শিক্ষার্থীদেরও স্কুলে চলে আসতে দেখা গেছে।
গতকাল প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, প্রতি দিন দু’টি শ্রেণির শ্রেণি কার্যক্রম চলবে সর্বোচ্চ তিন ঘণ্টা। প্রতিদিন দুটি শ্রেণির তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। এর মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহের প্রত্যেক দিন বিদ্যালয়ে যাবে। তাদের সঙ্গে শনিবার চতুর্থ শ্রেণি, রবিবার তৃতীয় শ্রেণি, সোমবার দ্বিতীয় শ্রেণি এবং মঙ্গলবার প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাবে। সপ্তাহের বাকী দুদিন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এককভাবে বিদ্যালয়ে যাবে।
তিনি আরও জানান, পাঠদান শুরুর আগে ১০ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হবে। এরপর সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু হবে শ্রেণি পাঠদান। এই সূচি নির্ধারিত থাকলেও ২০২১ সালের পাঠ-পরিকল্পনা অনুযায়ী, প্রথম চার দিন শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক ক্লাস নিতে হবে।
সেজেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার গাইডলাইন অনুযায়ী, ১৯টি নির্দেশনা দেওয়া হয় গত ৯ সেপ্টেম্বর। এতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হয়। কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলবে তাও উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের বসার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছিল স্বাস্থ্যবিধি মেনে।
error: Content is protected !!