হোম » সারাদেশ » রায়গঞ্জে সফটস্কীল প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে অনুদানের চেক বিতরণ 

রায়গঞ্জে সফটস্কীল প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে অনুদানের চেক বিতরণ 

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সফটস্কীল প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আঃলীগের সদস্য এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সরোওয়ার লিটন, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল সালাম সরকার, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শামিম উদ্দিন খান,সাধারণ সম্পাদক মোঃ মামুনর রশিদ, চান্দাইকোনা ইউনিয়নের ইউনিয়ন সমাজকর্মী মোঃ বাবুল আক্তার সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর ১৩০ জন প্রশিক্ষন প্রাপ্তদের হাতে ১৮ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেয়া হয়।
error: Content is protected !!