হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ীর জায়গা নিয়ে সংঘর্ষ আহত ৬ থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ীর জায়গা নিয়ে সংঘর্ষ আহত ৬ থানায় অভিযোগ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ীর জায়গা নিয়ে সংঘর্ষ প্রতিপক্ষের হামলায় আহত ৬, থানায় অভিযোগ।   থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের পার আচলাই গ্রামের রসুল মিয়ার ছেলে  মাসকুর আলম এর স্বত দখলীয় জমিতে গত ৩১ আগষ্ট একই গ্রামে প্রতিপক্ষ আবু বক্কর সিদ্দিক এর ছেলে হযরত আলী ও শাহিদুল ইসলাম সহ ১০/১২ জনের সংঘবদ্ধ দল হাতে লাঠি শোটা নিয়ে জমিতে প্রবেশ করে, বাড়ি নির্মাণ করতে থাকে। খবর পেয়ে মাসকুর ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষদের বসত বাড়ি নির্মাণ করতে বাঁধা দিলে প্রতিপক্ষরা অতর্কিত ভাবে হামলা চালায়।
এসময় মাসুম (২৮), মাসকুর আলম (২৬), রাহেলা বেগম (৫২), ইয়াছিন আলী (৪০), শাম্মী খাতুন (১৭) ও রাহেলা বেগম (৪৮) গুরুতর আহত হয়।  স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদান করে। পরে স্থানীয়রা আহতদের কে মুর্মূষূ অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। মাসুম এর অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শজিমেকে রিফার্ড করেন। এব্যাপারে মাসকুর আলম বলেন পার আচলাই  মৌজার ২৫১ দাগের জমির কাগজ পত্র আমাদের নামে রয়েছে। প্রতিপক্ষরা অযথা তাদের জমি বলে দাবী করছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
error: Content is protected !!