হোম » সারাদেশ » জামালপুরে মুজিববর্ষ উপলক্ষে বিএনসিসির সেচ্ছাসেবা সপ্তাহ শুরু

জামালপুরে মুজিববর্ষ উপলক্ষে বিএনসিসির সেচ্ছাসেবা সপ্তাহ শুরু

রবিউল হাসান লায়ন,জামালপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সেচ্ছাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে ৫ বিএনসিসি ব্যাটালিয়ন রমনা রেজিমেন্টের   ব্যবস্থাপনার রক্তদান কর্মসূচী, করােনাভাইরাস প্রতিরােধে সচেতনতামূলক র‌্যালি, লিফলেট, মাক্স ও স্যানিটাইজার বিতরণ অনু্ষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য  ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি।
উদ্বোধনী অনু্ষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি  আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী, ৫ বিএনসিসি ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর এস এম বদরুল হাসান শামীম, বিএনসিসি ব্যাটালিয়ন সি কোম্পানির কমান্ডর সেকেন্ড লেফটেন্যান্ট মোঃ আব্দুল হাই আলহাদী।  পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক র‌্যালীটি কলেজ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্হানীয় বকুলতলায় গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেটদের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে ডেঙ্গুজ্বর ও করোনা মহামারির দ্বিতীয় ঢেউকে (সেকেন্ড ওয়েভ) প্রতিরোধে সকলকে সচেতন করার পাশাপাশি দেশের যে কোন দুর্যোগ সাহসীকতার সাথে মোকাবেলা করার আহ্বান জানান।   এই ক্যাম্পিংয়ে বিএনসিসিও, পিইউও, টিইউও ১শত ৫০ জন ক্যাডেট অংশ গ্রহন করেন।
error: Content is protected !!