হোম » সারাদেশ » ভালুকার ঐতিহ্যবাহী নদীকে নিয়ে গাওয়া “নষ্ট হইলরে আংগর খিরু গাংগের পানি” গানের মহরত অনুষ্ঠিত।

ভালুকার ঐতিহ্যবাহী নদীকে নিয়ে গাওয়া “নষ্ট হইলরে আংগর খিরু গাংগের পানি” গানের মহরত অনুষ্ঠিত।

আরিফুল ইসলাম (আরিফ)ময়মনসিংহ, ভালুকা প্রতিনিধিঃ-ভালুকার ঐতিহ্যবাহী খিরু নদীর ইতিহাস এবং এর নষ্ট হওয়ার নানা দিক তুলে ধরার প্রত্যয়ে “নষ্ট হইলরে আংগর খিরু গাংগের পানি” শিরোনামে আঞ্চলিক গানের মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।উপজেলার আগামীর স্বপ্ন এর হলরুমে ”নষ্ট হইলরে আংগর খিরু গাংগের পানি” গানের মহরত অনুষ্ঠানে আলী আহসান কবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব আব্দুর রশিদ

এবং অনুষ্ঠানে আ.ফ.ম.আফজাল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ভালুকা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব মাহবুব,আগামীর স্বপ্নের সভাপতি কবি শেখ শফিক,উক্ত গানের গীতিকার,সুরকার এবং কণ্ঠশিল্পী আলী আহসান কবির,কণ্ঠশিল্পী আ›জুমান আরা সহ আরও অনেকে ছিলেন।

error: Content is protected !!