হোম » সারাদেশ » নওগাঁর মান্দায় নৌকা ডুবে নিহত ২

নওগাঁর মান্দায় নৌকা ডুবে নিহত ২

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় নৌকা বাইচ খেলা দেখার উদ্যেশ্যে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেল ৩টায় উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের ইউনিয়নের চককসবা বিলে নৌকা ডুবির ঘটনা ঘটে। নিহতের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে অপর জনের লাশ উদ্ধারে ঘটনাস্থলে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

নিহতরা হলেন, উপজেলার চকদেবিরাম গ্রামের মৃত শরফতুল্লার ছেলে আব্দুল মজিদ (৬৫) ও তার ছোট ভাই রইচ উদ্দিন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পরবর্তীতে বুধবার রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুরে একটি বিলে নৌকা বাইচ খেলার আয়োজন করা হয়েছিল। সেখানে মান্দা চকদেবিরাম গ্রাম থেকে একটি শ্যালোমেশিনের ডিঙি নৌকা নিয়ে আব্দুর রশিদ, আব্দুল মজিদ, রইছ উদ্দিন, অন্তর, ভুদু মিয়া ও আব্দুল মান্নান খেলা দেখার জন্য যাচ্ছিলেন। হঠাৎ আকাশে মেঘ করে ঝড় বৃষ্টি শুরু হলে নৌকাটি ডুবে যায়। এসময় চারজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও আব্দুল মজিদ মারা গিয়ে লাশ ভেসে উঠে। এছাড়া তার ছোট ভাই রইচ উদ্দিন এখনো নিখোঁজ রয়েছে। মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রইচ উদ্দিনের লাশ উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার চলছিল।

মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

error: Content is protected !!