এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে যমুনার চরাঞ্চলের বন্যার্ত পরিবারের মাঝে শিশু খাদ্য ও গো- খাদ্য পৌঁছে দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
শনিবার বিকেলে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী চরের বন্যা কবলিত ৩০০ মানুষের বাড়ি বাড়ি নৌকায় করে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তার ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। এসময় উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বাহাদুর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
আরও পড়ুন
কুবিতে ভলিবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন বাংলা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
অবৈধ স্বর্ণ পাচারকালে মোটরসাইকেলসহ চুয়াডাঙ্গা ডিবির হাতে গ্রেফতার ১
রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় চারজন নিহত