হোম » সারাদেশ » ভৈরবে  ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমির ও দলিল  হস্তান্তর 

ভৈরবে  ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমির ও দলিল  হস্তান্তর 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের  ভৈরবে   ভূমি ও গৃহহীন ও ভূমিহীন পরিবারের  ১শ ৬০ টি পরিবারের মাঝে  জমিসহ দলিল হস্তান্তর  করা হয়েছে ।  আজ (১১ জুন) মঙ্গলবার  দুপুরে উপজেলা  সম্মেলন কক্ষে  উপকার ভোগীদের মাঝে  আনুষ্ঠানিক ভাবে  জমিসহ দলিল  হস্তান্তর  করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এটি এম   ফরহাদ  চৌধুরী।
 এ সময় অতিথি হিসেবে উপস্থিত   ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন,  সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি  ও পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু  প্রমূখ।
 উপজেলা প্রশাসন সূত্রে  জানা যায়, ভৈরবের আগানগরে  ৯০ টি এবং  কালিকাপ্রসাদ ছিদ্দিরচরে  ৭০টি সহ মোট ১৬০ ভূমিহীন ও গৃহ ও পরিবারের মাঝে  আধুনিক  সুযোগ  সুবিধা সম্বলিত ঘরসহ ভূমির  দলিল হস্তান্তর  করা হয়েছে ।  এর আগে গণভবন  থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে  ৫ ম পর্যায়ের আশ্রয়ণ প্রকল্প ২- এর অধীনে (২য়ধাপ)  সারাদেশে  ১৮ হাজার ৫শ ৬৬ জন গৃহহীন  পরিবারের  মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর  কার্যক্রমের উদ্ধোধন  করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধান মন্ত্রী  শেখ হাসিনা ।

Loading

error: Content is protected !!