হোম » সারাদেশ » আব্দুল মতিন সরকার আর নেই

আব্দুল মতিন সরকার আর নেই

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক প্রকল্প পরিচালক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরকালিগঞ্জ গ্রামের আলহাজ্ব আব্দুল মতিন সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৮ মে) রাত ১২টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন আব্দুল মতিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মতিন সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুম আব্দুল মতিন সরকার এর প্রথম নামাজে জানাজা আজ সকাল ১১টায় তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। ঢাকার মোহাম্মদপুরে তার নিজ বাসায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

-আওয়াজ ডেস্ক

Loading

error: Content is protected !!