হোম » সারাদেশ » এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে যান’ তরুণদের হাঁকডাক

এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে যান’ তরুণদের হাঁকডাক

Oplus_0

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ চারিদিকে অগ্নিগিরি রোদ। বাতাসে ধেয়ে আসছে গরম হাওয়া। সূর্যের তাপে রাস্তায়ও যেন জ্বলন্ত কয়লা। এরই মধ্যে ‘এই ভাই আসেন, গাড়ি থামান, এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে যান’ বলে হাঁকডাক শুনে তাকাতেই দেখা যায় একদল তরুণদের ভিড়। তাদের হাতে রয়েছে জগ ও গ্লাস। চালক ও পথচারীরা দাড়াতেই দৌঁড়ে এসে ঠান্ডা পানি ও শরবত পান করাচ্ছেন তারা।
বলছি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের একদল তরুণদের কথা। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার হেলেঞ্চা বাজারে নিজস্ব অর্থায়ণে এমন মহৎকর্মের আয়োজন করেন ওই এলাকার তরুণ যুবক রিয়াজুল ইসলাম। তাকে সহায়তা করেন রাকিব ইসলাম, সাকিব মিয়া, মুন্না শেখসহ আরও কয়েকজন তরুণ যুবক।
ফরিদ শেখ নামে এক পথচারী জানান, ‘আমাদের এইসব অঞ্চলে এ ধরনের উদ্যোগ খুব কম দেখা যায়। তবে অনেক ভালো লাগলো। আমার অনেক পানির তৃষ্ণা পেয়েছিল। এই সময় এখান থেকে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে আমি স্বস্তি পেলাম। ধন্যবাদ জানাই এই আয়োজনকারীকে।’
আব্বাস আলী নামে এক ভ্যানচালক বলেন, ‘সারাদিন ভ্যানে রোদের মধ্যে পুড়তে হয়। এই রোদে খুব কষ্ট হয়, হেলেঞ্চা বাজারে আসতেই কয়েকজন তরুণ ঠান্ডা শরবত খাওয়ালো। প্রাণটা একদম জুড়িয়ে গেছে।’
উদ্যোগ নেওয়া তরুণ যুবক রিয়াজুল ইসলাম জানান, ‘সারা দেশে চলছে তীব্র তাপ প্রবাহ। সাধারণ-জনগণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। তীব্র গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষদের তৃষ্ণা নিবারণে এই শরবত বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এমন পরিস্থিতিতে আমাদের এই কর্মসূচি প্রতিদিন অব্যাহত থাকবে।’
যেখানে তীব্র গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ, সেখানে দাবদাহ উপেক্ষা করে সাধারণ পথচারীদের দেহে স্বস্তির জন্য ফ্রী ঠান্ডা পানি ও শরবতের ব্যবস্থা করে তরুণেরা। এরকম মহৎ উদ্যোগের ফলে পথচারীসহ সকলেই তাদেরকে ধন্যবাদ জানায়।
error: Content is protected !!