হোম » সারাদেশ » দুইটি চোরাই মোটরসাইকেল সহ ১৬ মামলার পলাতক আসামি গ্রেফতার

দুইটি চোরাই মোটরসাইকেল সহ ১৬ মামলার পলাতক আসামি গ্রেফতার

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল সহ ১৬টি মামলার এক পলাতক আসামি গ্রেফতার। বুধবার (২৪ এপ্রিল) বিকালে এসআই নাজিম উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পাকুন্দিয়া থানাধীন বটতলা চৌরাস্তা রয়েল কাউন্টারের সামনে হতে দেশের বিভিন্ন থানায় ১৬টি মামলার আসামী সাজন ঘোষ(৩৩), পিতা- হরিঘোষ, মাতা- নিয়তি ঘোষ, সাং- ভোগপাড়া (ঘোষপাড়া), থানা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জকে ২টি চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়। চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় আসামীর বিরুদ্ধে  পাকুন্দিয়া থানার ,এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর নং-১৪, তারিখ- ২৫ এপ্রিল, ২০২৪; ধারা- ৪১৩ পেনাল কোড রুজ করা হয়েছে ।
পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামী বিরুদ্ধে চলমান ১৬টি মামলা রয়েছে। যথাক্রমে মামলাগুলি হচ্ছে- ১। কিশোরগঞ্জ এর কুলিয়ার চর থানার এফআইআর নং-২৯, তারিখ- ২০ এপ্রিল, ২০১৯; সময়- ১৯.৩৫ ধারা- ৩৭৯/৩৮০/৪১৩/৫১১ পেনাল কোড-১৮৬০; ২। জিএমপি এর কোনাবাড়ী থানার এফআইআর নং-১০, তারিখ- ০৭ অক্টোবর, ২০২৩; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০; ৩। টাঙ্গাইল এর সখিপুর থানার এফআইআর নং-৯/৭১, তারিখ- ১৯ আগস্ট, ২০২২; ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; ৪। জিএমপি এর কোনাবাড়ী থানার এফআইআর নং-২২/১৭৭, তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২১; ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০; ৫। মানিকগঞ্জ এর ঘিওর থানার এফআইআর নং-১১/৪৩, তারিখ- ০৮ মার্চ, ২০২১; ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০ ৬। মানিকগঞ্জ এর মানিকগঞ্জ সদর থানার এফআইআর নং-৫/৭১, তারিখ- ০৬ মার্চ, ২০২১; ধারা- ৩৮০/৪১১/৪৫৪ পেনাল কোড-১৮৬০; ৭। কিশোরগঞ্জ এর কটিয়াদি থানার এফআইআর নং-৩৪, তারিখ- ২৯ মে, ২০১৭; ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; ৮। কিশোরগঞ্জ এর কটিয়াদি থানার এফআইআর নং-৩৫, তারিখ- ২৯ মে, ২০১৭; ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৯। কিশোরগঞ্জ এর কটিয়াদি থানার এফআইআর নং-২৩, তারিখ- ২৫ অক্টোবর, ২০১৫; ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; ১০। কিশোরগঞ্জ এর কটিয়াদি থানার জিডি নং-৮৭, তারিখ- ০২ সেপ্টেম্বর, ২০২২; সময়- ১৬:১০ ১১। গাজীপুর এর কালিয়াকৈর থানার এফআইআর নং-৪২/৬৭২, তারিখ- ২৩ নভেম্বর, ২০১৯; ধারা- ৩৮০ পেনাল কোড-১৮৬০; ১২। কিশোরগঞ্জ এর কটিয়াদি থানার এফআইআর নং-২/২০৬, তারিখ- ০২ আগস্ট, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১৩। ময়মনসিংহ এর ভালুকা মডেল থানার এফআইআর নং-৯, তারিখ- ০৬ এপ্রিল, ২০২৩; ধারা- ৩৭৯ পেনাল কোড, ১৮৬০; ১৪। ময়মনসিংহ এর ভালুকা মডেল থানার এফআইআর নং-৯, তারিখ- ০৬ এপ্রিল, ২০২৩; ধারা- ৩৭৯ পেনাল কোড, ১৮৬০; ১৫। জিএমপি এর কোনাবাড়ী থানার এফআইআর নং-২২/১৭৭, তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২১; ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০; ১৬। টাঙ্গাইল এর ঘাটাইল থানার এফআইআর নং-২, তারিখ- ০৩ অক্টোবর, ২০২৩; ধারা- ৩৭৯ পেনাল কোড, ১৮৬০। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
error: Content is protected !!