হোম » সারাদেশ » আগুনে পুড়ে সর্বস্ব হারানো আল-আমীন  পাচ্ছেন নতুন ঘর

আগুনে পুড়ে সর্বস্ব হারানো আল-আমীন  পাচ্ছেন নতুন ঘর

রায়হান আলীঃ উল্লাপাড়ার কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের স্বত্তাধিকারী র.ই মানিক (রফিকুল ইসলাম মানিক) বৃহস্পতিবার বিকেলে উপজেলার রানীনগর গ্রামে আল-আমীনের বাড়িতে গিয়ে তাকে পুড়ে যাওয়া ঘর নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন।এ সময় তিনি দিনমজুর আল-আমীনের হাতে ১০ হাজার টাকাও তুলে দেন।
গত মঙ্গলবার রাতে আগুন লেগে আল-আমীনের একটি ঘর সহ ঘরে রক্ষিত সব কিছু পুড়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।
র ই মানিক জানান আল-আমীনের ঘড় পুড়ে যাওয়ার ঘটনাটি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি জানতে পান পরে বৃহস্পতিবার  সরেজমিনে ক্ষতিগ্রস্থ শাহ আলমের পোড়া বাড়ি পরিদর্শনে যান।
দুঃস্থ আল-আমীন দুরবস্থা দেখে তিনি তাকবগগগম নতুন করে একটি ঘর নির্মাণ করে দেবার ঘোষনা দেন।
দ্রুত এই নির্মাণ কাজ শুরু হবে। আপাতত চলার জন্য ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে আল-আমীনের হাতে।
ক্ষতিগ্রস্থ আল-আমীন জানান, র.ই মানিক তাকে ঘর নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দেওয়ায় তিনি অনেকটা আস্বস্ত হয়েছেন। তিনি মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গতঃ র.ই মানিক এ অঞ্চলে প্রচুর মানবিক কাজ করে থাকেন। প্রতি শুক্রবার তিনি তার বাড়ির অঙ্গনে কয়েকশ দুঃস্থ মানুষকে দুপুরের খাবার দিয়ে আসছেন।এছাড়া প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষকে তিনি বিভিন্নভাবে সহায়তা করে আসছেন।
error: Content is protected !!