হোম » সারাদেশ » নলডাঙ্গায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়

নলডাঙ্গায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়

মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ অতি তীব্র তাপদাহ, সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে আম,লিচু ও ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাটোরের নলডাঙ্গায় সালাতুল ইসতিসকা অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।
নলডাঙ্গা পৌরসভার সোনাপাতিল মহিলা কলেজ মাঠে খোলা আকাশের নিচে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ইসতিসকার নামাজ আদায় করেন নলডাঙ্গাবাসি। নামাজের ইমামতি করেন,উপজেলার বিপ্রবেলঘরিয়া কেন্দ্রিয় ঈদমাঠ গোরস্তান দারুন কোরআন নুরানী হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন, নলডাঙ্গা কেন্দ্রিয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম ডাঃ ফজলুর রহমান। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়ায় ছাত্র,যুবকসহ আশপাশের শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
error: Content is protected !!