হোম » সারাদেশ » হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মিজানুর রহমান: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামী-স্ত্রীসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সোমবার দিনব্যাপী প্রার্থীরা শোডাউন করে নির্বাচন অফিসে মনোনয়ন জমা প্রদান করেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে, হাতীবান্ধায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান সাতা, ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, শাহানা ফেরদৌসী সিমা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মঞ্জু, এস এম শামসুজ্জামান সেলিম, আলাউদ্দিন মিয়া, বাপ্পি শোয়েব আহমেদ, সাবেরুল ইসলাম চঞ্চল, জুয়েল ইসলাম, দুলাল চন্দ্র রায় ও আনোয়ার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে মাকতুফা ওয়াসিম বেলী, শারমিন সুলতানা সাথি ও নাসরিন বেগম। সোমবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার রাসেদ খান সত্যতা নিশ্চিত করেছেন।
error: Content is protected !!