হোম » সারাদেশ » হোসেনপুরে অজ্ঞাত নবজাতক শিশুটি ডাক্তারদের সু-চিকিৎসায় সুস্থ আছেন

হোসেনপুরে অজ্ঞাত নবজাতক শিশুটি ডাক্তারদের সু-চিকিৎসায় সুস্থ আছেন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর অজ্ঞাত নবজাতকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) গভীর রাতে কোন এক সময় মসজিদের অযুখানায় নবজাতক শিশুটিকে কেউ ফেলে রেখে যায়।
উপজেলার বাসুরচর গ্রামের মসজিদের ওযুখানা থেকে অজ্ঞাতনামা নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসুরচর নুর ই এলাহী মসজিদের ইমাম হাফেজ লুৎফর রহমান রাত আনুমানিক ১ টার দিকে মসজিদের ওযুখানার দিক থেকে কান্নার শব্দ শুনতে পেয়ে এলাকার লোকজনকে নিয়ে ওযুখানায় একটি ছেলে নবজাতক বাচ্চাকে পরে থাকতে দেখেন।
পরে হোসেনপুর থানা পুলিশকে খবর দিলে ঐদিন সকালে স্থানীয়দের সহযোগিতায় (ওসি তদন্ত) টুটুল উদ্দিন,ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ দিন বয়সের অজ্ঞাত নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসান (জিকু) বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি ও নবজাতকের খাবারের ব্যবস্থা করেন। শিশুটি সুস্থ আছেন বলে জানান তিনি।
বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। শিশুটির পরিচয় জানার চেষ্টাসহ এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
error: Content is protected !!