হোম » সারাদেশ » ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও গৃহ নির্মাণ মুন্জুরী বাবদ চেক বিতরন অনুষ্ঠিত 

ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও গৃহ নির্মাণ মুন্জুরী বাবদ চেক বিতরন অনুষ্ঠিত 

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক মাননীয় সংসদ সদস্য মহোদয়ের অনুকুলে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষানোবেক্ষন কর্মসূচী প্রকল্পের চেক প্রকল্প সভাপতিদের নিকট হস্তান্তর, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং গৃহ নির্মাণ মুন্জুরী বাবদ চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ভেড়ামারা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া- ২ (ভেড়ামারা- মিরপুর ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ইন্দোনেশিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন সহ ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগণ। এসময় সকল প্রকল্পের সভাপতিগণের হাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্যে ঢেউটিন এবং গৃহ নির্মাণ মুন্জুরী বাবদ চেক তুলে দেওয়া হয়।
error: Content is protected !!