হোম » সারাদেশ » ভিজিএফ এর বরাদ্দকৃত কার্ড অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে  গিয়ে পৌঁছে দিলেন ইউপি সদস্য

ভিজিএফ এর বরাদ্দকৃত কার্ড অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে  গিয়ে পৌঁছে দিলেন ইউপি সদস্য

কামারখন্দ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে দুস্থ ও গরীব অসহায়দের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দিয়েছে সরকার। ইতিমধ্যে উপজেলার ৪ টি ইউনিয়নে ভিজিএফ কার্ড ও ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। 
গত বুধবার  উপজেলার ২ নং ঝাঐল ইউনিয়নের ৪ নং  ওয়ার্ডের ইউপি সদস্য রাজু সরকার দুস্থ ও গরীব অসহায়দের জন্য বরাদ্দকৃত
ভিজিএফ কার্ড বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন। অনেক দুস্থ পরিবার জানেনই না তাদের নামে বরাদ্দ এসেছে ভিজিএফ কার্ড হঠাৎ করে তাদের বাড়িতে গিয়ে ইউপি সদস্য রাজুর কার্ড বিতরণে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক পরিবার।
এ বিষয়ে ইউপি সদস্য রাজু সরকার জানান, তার ওয়ার্ডের  জন্য ১ শত ৫০ টি কার্ড বরাদ্দ পান তিনি সেই কার্ড গুলো নিজ দায়িত্বে দুস্থ পরিবার গুলোর মাঝে পৌঁছে দিয়েছেন। দুস্থ পরিবার গুলো একটি কার্ডের জন্য সময় নষ্ট করে মেম্বারের পিছনে ঘুরতে না হয় সেই জন্য
নিজেই বাড়িতে বাড়িতে ঘুরে কার্ড গুলো বিতরণ করছেন ।
error: Content is protected !!