হোম » সারাদেশ » টিসিবির ১৪ বস্তা চাল উদ্ধার; যুবলীগ নেতা গ্রেফতার

টিসিবির ১৪ বস্তা চাল উদ্ধার; যুবলীগ নেতা গ্রেফতার

গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম ঘর থেকে টিসিবির ১৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা উজ্জ¦লকে (৩২) গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।

গ্রেফতারকৃত উজ্জ¦ল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে। শনিবার (১৬ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে উজ্জ্বলের দোকানের পিছনের একটি গুদাম ঘরে সরকারি বস্তায় বেশ কিছু চাল রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা টিসিবির চাল উদ্ধার করেন।

এ ঘটনায় ওই দিন বিকালেই আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শুক্রবার রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে উজ্জ¦লকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃত উজ্জ¦লকে আদালতে পাঠানো হয়েছে।

error: Content is protected !!