হোম » সারাদেশ » কোরআান সুন্নাহর আলোকে আলোকিত হোক মানব জীবন- পরান চৌধুরী 

কোরআান সুন্নাহর আলোকে আলোকিত হোক মানব জীবন- পরান চৌধুরী 

মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ একজন ভালো মানুষ হতে হলে কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনার মাধ্যমে আলোকিত মানুষ হওয়া সম্ভব- এমন মন্তব্য করেছেন পরান চৌধুরী।  পূর্ব পরকোট মুন্সী রাস্তা সংলগ্ন দারুল উলুম মুহিউসসুন্নাহ মাদ্রাসার আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী, সমাজসেবক ও ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর চেয়ারম্যান পরান চৌধুরী।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন অবস্থিত ৮ মার্চ (শুক্রবার) সকালে সভাপতি ও শিক্ষক মণ্ডলীর আমন্ত্রণে মাহাবুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর সভাপতি পরান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক আহসানুল হক মাসুদ, আনিতাস ফিলিং স্টেশনের সত্তাধিকারী মোঃ সুমন, ছাত্র নেতা ইমাম হোসেন ইমন, নোয়াখালী জেলা ছাত্র নেতা শামসুল ইসলাম রতন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরুল হাসান প্রদীপ, ও চাটখিল, দশঘরিয়া বাজারে ব্যবসায়ীবৃন্দ।
error: Content is protected !!