হোম » সারাদেশ » বগুড়ায় আইডিয়াল নার্সিং কলেজে ফুড ফেয়ার!

বগুড়ায় আইডিয়াল নার্সিং কলেজে ফুড ফেয়ার!

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ নানা আয়োজনে মধ্য দিয়ে বগুড়ার আইডিয়াল নার্সিং কলেজে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে শহরের ফুলদিঘী নিজস্ব ক্যাম্পে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো. রেজাউল আলম জুয়েল। আইডিয়াল নার্সিং কলেজের অধ্যক্ষ মো. মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ সুশান্ত কুমার সরকার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ আরশে আরা বেগম, বগুড়া নার্সিং এন্ড মিডওয়াইফারী কলেজের নার্সিং ইন্সট্রাক্টর (ইনচার্জ) মোছাঃ আলেয়া খাতুন।
বরেণ্য অতিথি ছিলেন আইডিয়াল নার্সিং কলেজের চেয়ারম্যান মো. আলা উদ্দিন সরকার, পরিচালক মো. সেলিম রেজা। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক প্রসাশন মোহাম্মদ আলমগীর হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন আইডিয়াল নার্সিং কলেজের পরিচালনা পরিষদ সদস্য মো. শামিম রেজা ও মো. জুলফিকার আলী বাবুসহ সকল শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ফুড ফেয়ারে মোট ৬টি স্টল স্থান পায়।
স্টোলগুলো হলো-ভিটামিনস (বিএসসি ইন নার্সিং ৩য় ও ৪র্থ বর্ষ), প্রোটিন (বিএসসি ইন নার্সিং ২য় বর্ষ), কার্বোহাইড্রেট (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ২য় বর্ষ), ফ্যাট (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ৩য় বর্ষ), ম্যানারেলস এন্ড ওয়াটার (ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ২য় ও ৩য় বর্ষ), ট্রেডিশনাল ফুড (বিএসসি ইন নার্সিং ১ম, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ১ম এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ১ম বর্ষ। স্টলগুলোতে শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে তাদের খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে জানাতে পশরা সাজানো হয়েছিল নানা পদের খাবারের। ৬টি স্টলে প্রদর্শিত বিভিন্ন দেশীয় ফল, পিঠ, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবারসহ নিরাপদ ও গ্রহণযোগ্য কোন খাবারে কি পুষ্টিগুণ রয়েছে তা নিয়ে বিষদ আলোচনা করা হয়।
error: Content is protected !!