হোম » সারাদেশ » ভৈরবে জাতীয়  ভোটার দিবস পালিত 

ভৈরবে জাতীয়  ভোটার দিবস পালিত 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সঠিক তথ্য দিয়ে  ভোটার হবো, স্মার্ট  বাংলাদেশ  গড়ে তুলবো  এ প্রতিপাদ্যে ভৈরবে  জাতীয়  ভোটার দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে স্থানীয়  উপজেলা  নির্বাচন অফিসের আয়োজনে সকালে  উপজেলা  পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক  উদ্ধোধন করেন।
পরে  একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে  শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্্যালি শেষে উপজেলা  সম্মেলন কক্ষে  উপজেলা  নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা  অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান। এ সময়  তিনি  বলেন,  ভোট নাগরিক অধিকার। ১৮ বছর বয়স হলে সবাই যেন ভোটার হয়। একজন ভোটারের ভোট প্রয়োগের মাধ্যমে  জনপ্রতিনিধি নির্বাচিত হয়। যারা রাষ্ট্রের  দায়িত্ব  পালন  করেন।
error: Content is protected !!