হোম » সারাদেশ » দাগনভূঞায় আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস উপলক্ষে ২ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন 

দাগনভূঞায় আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস উপলক্ষে ২ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন 

দাগনভূঞা প্রতিনিধি: চারণ সাংস্কৃতিক কেন্দ্র দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় আতাতুর্ক সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
জানাগেছে, আবৃত্তি, চিত্রাংকন, সংগীত, দেশাত্ববোধক গান,  নৃত্য প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে ৪টি গ্রুপে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা ও শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিকাশ ঘটানোর লক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রতিযোগিতা শেষে ফলাফল জানিয়ে দেওয়া হবে।  অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি গৌতম ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা হারাধন চক্রবর্তী, জেলা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অর্জুন দাস প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন দাগনভূঞা উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক বিজন বিহারী ভৌমিক, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সিকদার, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, সালমা আক্তার কলি, সুইটি রানী কুরী ও সিরাজ উদ্দিন। উল্লেখ্য, চারণ সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
error: Content is protected !!