হোম » সারাদেশ » ঈদগাঁও এম ইসলাম জসিম উদ্দিন হোমিও মেডিকেল কলেজে কৃতি ডাক্তার সংবর্ধনা ও নবীন বরন অনুষ্ঠান

ঈদগাঁও এম ইসলাম জসিম উদ্দিন হোমিও মেডিকেল কলেজে কৃতি ডাক্তার সংবর্ধনা ও নবীন বরন অনুষ্ঠান

মুহাম্মদ রফিকউদ্দিন লিটন: কক্সবাজারের ঈদগাঁও এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে  কৃতি ডাক্তার সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারী)সকাল ১০ টার দিকে ঈদগাঁও বাসস্টেশনস্থ কলেজের নিজস্ব হল রুমে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অত্র কলেজের অধ্যক্ষ কাজি শওকতুর রহমানের সভাপতিত্বে প্রভাষক মোঃ রফিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিলের চট্টগ্রাম বিভাগীয় সদস্য ডাঃ এ কে এম ফজলুল হক সিদ্দিকী, প্রধান অতিথি ছিলেন  কলেজের প্রতিষ্টাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন  সংবধিত অতিথি কক্সবাজারের কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ডাঃ মোহাম্মদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ডাঃ তোজাম্মেল হক,ডাঃ খুরশেদ আলম, ডাঃ মোঃ সাবের, ডাঃ হেলাল উদ্দিন, ডাঃ শিহাব উদ্দিন,উপাধ্যক্ষ ডাঃ মিজানুর রহমান সিনহা,উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ সঞ্জিৎ দাস।
এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বারক তুলে দেন আমন্ত্রিত  অতিথি ও অত্র কলেজের শিক্ষকবৃন্দরা।
সংবর্ধিত অতিথি কক্সবাজারের হোমিও জগতের উজ্জ্বল নক্ষত্র সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হোমিও চিকিৎসক ডাঃ মোহাম্মদ আলম কে ফুল ও ক্রেস  প্রদান করা হয় অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের উপর অর্জিত জ্ঞানের দ্বারা এদেশের সাধারন মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে। সেই সাথে বিদায়ী শিক্ষার্থীরাও মানব সেবায় নিজেদের আত্মনিয়োগ করার মত ব্যক্ত করেন।
প্রধান বক্তা ডাঃ এ কে এম ফজলুল হক সিদ্দিকী বলেন,  আমাদের গন্তব্যে পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
সর্বশেষ সভাপতির বক্তব্যের শেষে  অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Loading

error: Content is protected !!