হোম » সারাদেশ » জীবন বাচাতে পালিয়ে আশ্রয় নিল ২২৯ জন  বিজিপি সদস্যসহ মিয়ানমার নাগরিক

জীবন বাচাতে পালিয়ে আশ্রয় নিল ২২৯ জন  বিজিপি সদস্যসহ মিয়ানমার নাগরিক

মোহাম্মদ খোরশেদ হেলালী: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে দেশটির আরও শতাধিক নাগরিক পালিয়ে নিয়েছে বাংলাদেশে। গতকাল সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১৬ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে এ নিয়ে দেশটির মোট ২২৯ জন নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
এদের মধ্যে- বিজিবির তুমব্রু ক্যাম্পে বিজিপির ৭৬ সদস্য, টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পে বিজিপির দুই সদস্য, ঘুমধুম ক্যাম্পে বিজিপির ৩৭ সদস্য, বালুখালীতে বিজিপির ৭০ সদস্য, সেনাবাহিনীর দুই সদস্য, সিআইডির চার সদস্য, পুলিশের পাঁচ সদস্য, স্পেশাল ব্রাঞ্চের ৯ সদস্য, ইমিগ্রেশন সদস্য ২০ জন, অন্য সংস্থার চার সদস্য রয়েছেন।  বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। কয়েকদিন ধরেই সীমান্তের ওপারে সংঘাতময় পরিস্থিতিতে ক্যাম্প ছেড়ে পালাচ্ছেন বিজিপির সদস্যরা। হাতে অত্যাধুনিক রাইফেল থাকা স্বত্বেও বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির হাতে প্রাণ হারানোর ভয়ে ভীত তারা। অবশ্য বাংলাদেশ সীমান্তে আসার পর পরই তাদের নিরস্ত্র করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বিজিবি। আর গুলিবিদ্ধ ১৫ জনকে হাসপাতালে রেখে চিকিৎসাও দেয়া হচ্ছে। স্হানীয় বাসিন্দাদের মতে বিজিপির অস্ত্র গুলো সন্ত্রাসীদের হাতে চলে যাচ্ছে বলে জানা গেছে।
error: Content is protected !!