হোম » শহর-নগর » উল্লাপাড়ায় চুরীর মাল ফিরিয়ে দিলো চোরেরা

উল্লাপাড়ায় চুরীর মাল ফিরিয়ে দিলো চোরেরা

রায়হান আলীঃ চোরেরা রাতের অন্ধকারে আবার তাদের চোরাই মালামাল ফিরিয়ে দিলেন। ঘটনাটি উল্লাপাড়া উপজেলার বনানী পুস্তিগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের। এই বিদ্যালয়ের শেখ রাসেল ল্যাব থেকে গত ১২ নভেম্বর গভীর রাতে ১৩টি ল্যাপটপ, ১২টি মাইচ, একটি স্ট্যানসহ ক্যামেরা একটি প্রিন্টারসহ চার্জার, ১২টি কি-বোর্ড একটি হ্যাপ এ্যান্ড সুইচ, ১২টি ল্যাপটপ চার্জারসহ ইলেকট্রিক সামগ্রী চুরি হয়ে যায়। 
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিনুল হক জানান, পরদিন স্কুলে গিয়ে তিনি দেখতে পান শেখ রাসেল ল্যাবের তালা ভাঙ্গা এবং উপরোক্ত ইলেকট্রনিক সামগ্রী ল্যাবে নেই। এরপর অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে তিনি ১৩ নভেম্বর এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি অভিযোগ দেন।  এব্যাপারে পুলিশি তৎপরতা শুরু হলে গত ২২ নভেম্বর রাতে চোরেরা তাদের চুরি করা উল্লিখিত সকল সামগ্রী স্কুল চত্বরে রেখে যান। ঘটনাটি এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রধান শিক্ষক আরও জানান, স্কুল কর্তৃপক্ষ এখন চোরেদের সন্ধান করছে। কোন তথ্য পাওয়া গেলে বা চোরদের সনাক্ত করা গেলে এব্যাপারে সলঙ্গা থানায় তিনি একটি মামলা করবেন।
error: Content is protected !!