হোম » শহর-নগর » ভিএসও ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- পেলেন পীরগঞ্জের হাবিব

ভিএসও ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- পেলেন পীরগঞ্জের হাবিব

পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সামাজিক উন্নয়নে উদ্দোগ গ্রহন করার জন্য বিভাগীয় পর্যায়ে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৩ পেলেন  হাবিবুর রহমান হাবিব। হাবিব উপজেলার পৌর শহরের জগথা গ্রামের সালাউদ্দিনের ছেলে।
গত সোমবার রংপুর বিভাগীয় কমিশনারের কনফারেন্স কক্ষে ভলান্টারি সার্ভিস ওভারসিস এর আয়োজনে রংপুর বিভাগের ৮ টি জেলার সেরা স্বেচ্ছাসেবকদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।
স্বেচ্ছাসেবকগনের কার্যক্রমের উপস্থাপনের মাধ্যমে অনলাইনে আবেদনের মাধ্যমে সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়। এতে ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, নিলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা ও রংপুর থেকে স্বেচ্ছাসেবীগন অংশ নেয়।
  সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (স্থানীয় সরকার বিভাগ) ফজলুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো:আবু জাফর, ভিএসও বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান,স্বেচ্ছাসেবক যাচাইয়ের বিচারক অধ্যক্ষ এন্তাজুর রহমান, বিচারক তৌহিদুল ইসলাম লিটন।
error: Content is protected !!