হোম » শহর-নগর » কিশোরগঞ্জে বসতঘর ভষ্মীভূত

কিশোরগঞ্জে বসতঘর ভষ্মীভূত

শাহজাহান সাজু: কিশোরগঞ্জের হোসেনপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গণমানপুরুরা গ্রামের আব্দুল মোতালিব এর ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে বারোটার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনের তীব্রতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান দুইটি বসতঘর এবং ঘরে থাকা নগদ অর্থ, বিভিন্ন আসবাবপত্র, ব্যবহার্য অন্যান্য দ্রব্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যাহা আনুমানিক ১০ লক্ষ টাকার কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জহিরুল ইসলাম জানান গতকাল মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে আমাদের বসবাসের দুটি ঘর পুড়ে যায় ও ঘরে থাকা নগদ টাকা পয়সা সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়, এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. সাইদুর রহমান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগত ও সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল জানান অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন পরবর্তী জেলা কার্যালয় রিপোর্ট পাঠানো হবে।
আশা করা যায় ক্ষতিগ্রস্তরা সহযোগিতা পাবেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ মুঠো ফোনে জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আবেদন করলে সরকারিভাবে ঢেউটিনসহ আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে, অবশ্যই তারা সহযোগিতা পাবেন।
error: Content is protected !!