হোম » শিক্ষা » শিক্ষকরা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে যুদ্ধে লিপ্ত হোন-এসপি সুদীপ

শিক্ষকরা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে যুদ্ধে লিপ্ত হোন-এসপি সুদীপ

রায়হানুল ইসলাম, বগুড়া : পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিঃ ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে বরেণ্য অতিথির বক্তব্য রাখেন স্কুল শিক্ষক সুবোধ চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষকরা সারাজীবন নির্মোহ জীবনযাপন করেন। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে যুদ্ধে লিপ্ত হোন।
তাদের যুদ্ধের জয় তখনই হয়, যখন তাদের শিক্ষার্থীরা মানবিক ও দেশপ্রেমিক হিসেবে নিজেকে সমাজের তথা দেশের জন্য আত্মনিয়োগ করেন। একজন শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালিত করেন শিক্ষকরা। আজ যারা দেশের অনেক বড় পদে রয়েছেন, তারাও তাদের শিক্ষকদের দেখানো পথে পরিচালিত হয়ে আজ দেশসেবা করছে। তাই একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মনে রাখতে হবে, আগামীর পথ আরও অনেক কঠিন। অনেক পড়াশোনা করতে হবে। তাই সময়কে যথাযথ ব্যবহার করতে হবে। যাতে করে সফলতা এসে হাতের মুঠোয় ধরা দেয়। তখন দেখবে সময় তোমার পিছনে পড়ে আছে। তাই সকল শিক্ষার্থীকে সঠিক শিক্ষা গ্রহন করে সঠিক পথে পরিচালিত হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ডাঃ শাহজাহান আলী, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, বিজ্ঞান বিভাগের ফরম শিক্ষকসহকারী অধ্যাপক শাহিন আখতার, প্রভাষক মাহফুজার রহমান, মানবিক শাখার ফরম শিক্ষক সহঃ অধ্যাপক কাজী মুহ. মুঞ্জুরুল হক, জ্যেষ্ঠ প্রভাষক জিনাত তানজিনা, ব্যবসায় শিক্ষা শাখার ফরম শিক্ষক জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখা ইনচার্জ জ্যেষ্ঠ প্রভাষক হারুন অর রশীদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক অপূর্ব কুমার মজুমদার। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আতিফা আকতার তিশা। আলোচনা সভা শেষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Loading

error: Content is protected !!